নেত্রকোণার দুর্গাপুরে পাচারের সময় ভিজিএফের ১৬ বস্তা চাল আটক করেছে স্থানীয়রা।
শনিবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চাল পাচারের চেষ্টা করা হয়।
এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। তিনি ১৬ বস্তা চাল জব্দ করেন এবং প্রয়োজনীয় তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য দুর্গাপুর ইউনিয়নে ৩৫ মেট্রিক টন ২২০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ২৪ মার্চ ৩ হাজার ৫২২ জন সুবিধাভোগীর মধ্যে চাল বিতরণ করা হলেও, অনেকেই অভিযোগ করেছেন যে তারা চাল পাননি।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও চৌকিদারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনেক কার্ডধারী চাল পাননি, অথচ চাল পাচারের ঘটনা ধরা পড়েছে।