০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় পাচারকালে ভিজিএফের ১৬ বস্তা চাল জব্দ

  • RA
  • পোষ্টের সময় : ১০:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৪৪ ভিউ :

নেত্রকোণার দুর্গাপুরে পাচারের সময় ভিজিএফের ১৬ বস্তা চাল আটক করেছে স্থানীয়রা।

শনিবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চাল পাচারের চেষ্টা করা হয়।

এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। তিনি ১৬ বস্তা চাল জব্দ করেন এবং প্রয়োজনীয় তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য দুর্গাপুর ইউনিয়নে ৩৫ মেট্রিক টন ২২০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ২৪ মার্চ ৩ হাজার ৫২২ জন সুবিধাভোগীর মধ্যে চাল বিতরণ করা হলেও, অনেকেই অভিযোগ করেছেন যে তারা চাল পাননি।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও চৌকিদারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনেক কার্ডধারী চাল পাননি, অথচ চাল পাচারের ঘটনা ধরা পড়েছে।

ট্যাগ :
অধিক পঠিত

নেত্রকোনায় পাচারকালে ভিজিএফের ১৬ বস্তা চাল জব্দ

পোষ্টের সময় : ১০:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

নেত্রকোণার দুর্গাপুরে পাচারের সময় ভিজিএফের ১৬ বস্তা চাল আটক করেছে স্থানীয়রা।

শনিবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চাল পাচারের চেষ্টা করা হয়।

এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। তিনি ১৬ বস্তা চাল জব্দ করেন এবং প্রয়োজনীয় তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য দুর্গাপুর ইউনিয়নে ৩৫ মেট্রিক টন ২২০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ২৪ মার্চ ৩ হাজার ৫২২ জন সুবিধাভোগীর মধ্যে চাল বিতরণ করা হলেও, অনেকেই অভিযোগ করেছেন যে তারা চাল পাননি।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও চৌকিদারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনেক কার্ডধারী চাল পাননি, অথচ চাল পাচারের ঘটনা ধরা পড়েছে।