০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহের শেরপুর ও জামালপুরে ঈদ উদযাপন

  • RA
  • পোষ্টের সময় : ০৩:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ৫৭ ভিউ :

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর রমজান শুরু হয়, ফলে ঈদুল ফিতরের তারিখেও সাধারণত একদিনের পার্থক্য থাকে। তবে কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করা হয়।

এরই ধারাবাহিকতায়, রবিবার (৩০ মার্চ) ময়মনসিংহের জামালপুর ও শেরপুর উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর পালিত হচ্ছে।

 

শেরপুর:

শেরপুরের সাতটি গ্রামে উদযাপিত হচ্ছে আগাম ঈদুল ফিতর।গ্রামগুলো হলো- সদরের উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, বামনেরচর; নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনীপাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

অনুষ্ঠিত প্রতিটি জামায়াতে ২০০থেকে ২৫০ মুসল্লি অংশগ্রহণ করেন। এসব জামাতে পুরুষ মুসুল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভেতরে নামাজ আদায় করেন। নামাজের পর তারা অংশ নেন প্রীতিভোজে।

 

জামালপুর:

আজ রবিবার সকাল ৮টায় পৌরসভার বলার দিয়ার মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে ১২ গ্রামের নারী-পুরুষ অংশ নেন।

বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন। উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, ও বগারপাড় গ্রামের তিন শতাধিক মানুষ এ নামাজে অংশগ্রহণ করেন।

ট্যাগ :
অধিক পঠিত

সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহের শেরপুর ও জামালপুরে ঈদ উদযাপন

পোষ্টের সময় : ০৩:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর রমজান শুরু হয়, ফলে ঈদুল ফিতরের তারিখেও সাধারণত একদিনের পার্থক্য থাকে। তবে কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করা হয়।

এরই ধারাবাহিকতায়, রবিবার (৩০ মার্চ) ময়মনসিংহের জামালপুর ও শেরপুর উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর পালিত হচ্ছে।

 

শেরপুর:

শেরপুরের সাতটি গ্রামে উদযাপিত হচ্ছে আগাম ঈদুল ফিতর।গ্রামগুলো হলো- সদরের উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, বামনেরচর; নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনীপাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।

অনুষ্ঠিত প্রতিটি জামায়াতে ২০০থেকে ২৫০ মুসল্লি অংশগ্রহণ করেন। এসব জামাতে পুরুষ মুসুল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভেতরে নামাজ আদায় করেন। নামাজের পর তারা অংশ নেন প্রীতিভোজে।

 

জামালপুর:

আজ রবিবার সকাল ৮টায় পৌরসভার বলার দিয়ার মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে ১২ গ্রামের নারী-পুরুষ অংশ নেন।

বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন। উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, ও বগারপাড় গ্রামের তিন শতাধিক মানুষ এ নামাজে অংশগ্রহণ করেন।