বাংলাদেশ নারী ক্রিকেট দল ঈদের ছুটি তেমনভাবে উপভোগ করতে পারেনি, কারণ ঈদুল ফিতরের পরপরই তাদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে ৩ এপ্রিল যেতে হবে পাকিস্তান। তাই এই ঈদুল ফিতর তারা উদযাপন করেছে পরিবারের সঙ্গ ছাড়াই।
বাছাইপর্বকে সামনে রেখে তারা দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্পে অংশ নিয়েছেন, যা শুরু হয়েছে গত শনিবার এবং চলবে ২ এপ্রিল পর্যন্ত। ঈদের দিন একদিনের ছুটি পেলেও বাকি সময় বিসিবির একাডেমিতে অনুশীলন করেছেন ক্রিকেটাররা।
যারা ঢাকায় থাকেন, তারা বাড়িতে যাওয়ার সুযোগ পেলেও ঢাকার বাইরের ক্রিকেটারদের ঈদ কাটাতে হয়েছে বিসিবির তত্ত্বাবধানে ক্যাম্পেই।
পরিবারের সাথে পুরোপুরি ঈদ কাটাতে না পারলেও আক্ষেপ নেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির, “আমি বলবো যে দেশের ডিউটির জন্যই আমরা যেতে পারছি না। কিন্তু সবার সাথে ভালো লেগেছে। অনেকে আছে যারা পরিবারের সাথে দূরে থাকাটা নিতে পারে না। ঈদের দিনটাতে পরিবারের সাথে থাকতে চায়। আমাদের দলে ফাহিমা আপু আছে, রিতু আপু আছে, তারা অনেক বেশি আবেগপ্রবণ। তাদের একটু খারাপ লেগেছে।”
উল্লেখ্য, ৯ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানে হওয়া আসরটিতে খেলবে ৬ দল। বাংলাদেশ, স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে উইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। ছয় দলের মধ্যে সেরা দুই দল মূল পর্বের টিকিট পাবে। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ৮ দলের নারী ওয়ানডে বিশ্বকাপ।