০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে দেশের চলচ্চিত্র শিল্পে জোয়ার: মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা

  • RA
  • পোষ্টের সময় : ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ৫৭ ভিউ :

ঈদ উপলক্ষে দেশের চলচ্চিত্র জগতে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। সাধারণত ঈদে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় বেশি থাকে, তাই এ সময় একসঙ্গে একাধিক সিনেমা মুক্তি পায়।

 

এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো হলো— ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘জ্বিন ৩’ ও ‘অন্তরাত্মা’। প্রায় ১৭০-১৮০টি প্রেক্ষাগৃহের প্রতিযোগিতায় সিনেমাগুলো তাদের জায়গা করে নিয়েছে।

 

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সবচেয়ে বেশি হল দখল করেছে, মোট ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে সফল হওয়ার আশা করা হচ্ছে।

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো দীর্ঘ বিরতির পর ‘দাগি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল।

 

সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ আপাতত মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও পরবর্তীতে হল সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

 

সরকারি অনুদানে নির্মিত ‘চক্কর ৩০২’ পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। মোশাররফ করিম অভিনীত এই সিনেমার প্রচার কম হলেও টিজার নিয়ে আলোচনা হয়েছে।

 

চার বছর ধরে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’ এবার ২১টি হলে মুক্তি পেয়েছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দর্শনা বণিক।

 

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ভৌতিক সিনেমা ‘জ্বিন ৩’ শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে, যেখানে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। এর গান ‘কন্যা’ দর্শকদের মধ্যে ইতিমধ্যে সাড়া ফেলেছে।

 

সিনেমাগুলোর প্রতিযোগিতা তীব্র হলেও দর্শকদের সাড়া ইতিবাচক, যা চলচ্চিত্র শিল্পের জন্য সুখবর।

 

ট্যাগ :
অধিক পঠিত

ঈদ উপলক্ষে দেশের চলচ্চিত্র শিল্পে জোয়ার: মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা

পোষ্টের সময় : ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

ঈদ উপলক্ষে দেশের চলচ্চিত্র জগতে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। সাধারণত ঈদে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় বেশি থাকে, তাই এ সময় একসঙ্গে একাধিক সিনেমা মুক্তি পায়।

 

এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো হলো— ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘জ্বিন ৩’ ও ‘অন্তরাত্মা’। প্রায় ১৭০-১৮০টি প্রেক্ষাগৃহের প্রতিযোগিতায় সিনেমাগুলো তাদের জায়গা করে নিয়েছে।

 

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সবচেয়ে বেশি হল দখল করেছে, মোট ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে সফল হওয়ার আশা করা হচ্ছে।

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো দীর্ঘ বিরতির পর ‘দাগি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল।

 

সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ আপাতত মাল্টিপ্লেক্সে মুক্তি পেলেও পরবর্তীতে হল সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

 

সরকারি অনুদানে নির্মিত ‘চক্কর ৩০২’ পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। মোশাররফ করিম অভিনীত এই সিনেমার প্রচার কম হলেও টিজার নিয়ে আলোচনা হয়েছে।

 

চার বছর ধরে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’ এবার ২১টি হলে মুক্তি পেয়েছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দর্শনা বণিক।

 

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ভৌতিক সিনেমা ‘জ্বিন ৩’ শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে, যেখানে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। এর গান ‘কন্যা’ দর্শকদের মধ্যে ইতিমধ্যে সাড়া ফেলেছে।

 

সিনেমাগুলোর প্রতিযোগিতা তীব্র হলেও দর্শকদের সাড়া ইতিবাচক, যা চলচ্চিত্র শিল্পের জন্য সুখবর।