কামব্যাক যেন রিয়াল মাদ্রিদের রক্তে লেখা। ম্যাচের মাঝে দুই গোলে পিছিয়ে পড়ার পরও কামব্যাক দিয়ে ম্যাচ জিতে নিলো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের মধ্যে এক নাটকীয় ম্যাচ অনুষ্ঠিত হয়। ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ৪-৪ সমতায় শেষ হলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ অ্যাগ্রিগেটে জয় পায় রিয়াল মাদ্রিদ এবং ফাইনালের টিকিট নিশ্চিত করে।
প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় ড্র করলেই ফাইনালে যেত রিয়াল, তবে সোসিয়েদাদ সহজে হার মানেনি। ১৬ মিনিটে বাররেনেচিয়ার গোলে এগিয়ে গেলেও ৩০ মিনিটে এন্ড্রিক ফিলিপের চিপ শটে সমতা ফেরে। ৭২ ও ৭৭ মিনিটে আলাবার আত্মঘাতী গোল ও ওয়ারজাবালের শটে সোসিয়েদাদ ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। তবে রিয়াল বরাবরের মতো দারুণ কামব্যাক করে—৮২ মিনিটে বেলিংহাম, ৮৬ মিনিটে চুয়ামেনি গোল করে এবং যোগ করা সময়ে ওয়ারজাবালের গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।
কিন্ত ১১৫তম মিনিটে রুডিগারের হেডে গোল রিয়ালকে ফাইনালে পৌঁছে দেয়। এন্ড্রিকের ধারাবাহিক পারফরম্যান্স, চুয়ামেনি, বেলিংহাম ও রুডিগারের অসাধারণ নৈপুণ্যে আবারও রিয়াল তাদের সামর্থ্য প্রমাণ করল।