১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, দুই শতাধিক আটক

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভকারীদের অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান কর্মসূচি পালনরত দুই শতাধিক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। গাজা যুদ্ধে ইসরায়েলকে মার্কিন সহায়তা প্রদান বন্ধের দাবিতে সোমবার (১৪ অক্টোবর) তারা এই কর্মসূচি গ্রহণ করেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

‘জিউইশ ভয়েস ফর পিস’-এর মতো বিভিন্ন অধিকার সংগঠনের সদস্যরা বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। সেখানে তারা ‘গাজাকে বাঁচতে দাও’ (লেট গাজা লিভ) ও ‘গণহত্যায় অর্থায়ন বন্ধ করো’ (স্টপ ফান্ডিং জেনোসাইড) ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

স্টক এক্সচেঞ্জের ভেতরে বিক্ষোভকারীরা প্রবেশ করেননি। তবে ব্রড স্ট্রিটে এক্সচেঞ্জের মূল ভবনের সামনে পুলিশের নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করতে দেখা যায় অনেককে।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ২০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অবশ্য তিনি বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেননি।

তবে বিক্ষোভে সম্পৃক্ত ইহুদি গোষ্ঠীগুলো জানিয়েছে, আনুমানিক ৫শ’ মানুষকে আটক করা হয়েছে। স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন প্রতিরক্ষা খাতের ব্যবসায়ী ও অস্ত্র উৎপাদনকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদেও স্লোগান দিতে দেখা যায় অনেককে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জিউইশ ভয়েস অব পিস বলেছে, ‘শত শত ইহুদি ও তাদের বন্ধুরা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ঘেরাও করছে। আমাদের দাবি, (গাজা যুদ্ধে) মার্কিন প্রশাসনকে ইসরায়েলে অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করতে হবে। গণহত্যা নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে।’

ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের প্রতিবাদে ইসরাইলপন্থিদেরও মাঠে নামতে দেখা গেছে। অবশ্য তাদের সমর্থনে জনসমাগম কম ছিল।

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, দুই শতাধিক আটক

পোষ্টের সময় : ০২:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান কর্মসূচি পালনরত দুই শতাধিক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। গাজা যুদ্ধে ইসরায়েলকে মার্কিন সহায়তা প্রদান বন্ধের দাবিতে সোমবার (১৪ অক্টোবর) তারা এই কর্মসূচি গ্রহণ করেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

‘জিউইশ ভয়েস ফর পিস’-এর মতো বিভিন্ন অধিকার সংগঠনের সদস্যরা বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। সেখানে তারা ‘গাজাকে বাঁচতে দাও’ (লেট গাজা লিভ) ও ‘গণহত্যায় অর্থায়ন বন্ধ করো’ (স্টপ ফান্ডিং জেনোসাইড) ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

স্টক এক্সচেঞ্জের ভেতরে বিক্ষোভকারীরা প্রবেশ করেননি। তবে ব্রড স্ট্রিটে এক্সচেঞ্জের মূল ভবনের সামনে পুলিশের নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করতে দেখা যায় অনেককে।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ২০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অবশ্য তিনি বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেননি।

তবে বিক্ষোভে সম্পৃক্ত ইহুদি গোষ্ঠীগুলো জানিয়েছে, আনুমানিক ৫শ’ মানুষকে আটক করা হয়েছে। স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন প্রতিরক্ষা খাতের ব্যবসায়ী ও অস্ত্র উৎপাদনকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদেও স্লোগান দিতে দেখা যায় অনেককে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জিউইশ ভয়েস অব পিস বলেছে, ‘শত শত ইহুদি ও তাদের বন্ধুরা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ঘেরাও করছে। আমাদের দাবি, (গাজা যুদ্ধে) মার্কিন প্রশাসনকে ইসরায়েলে অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করতে হবে। গণহত্যা নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে।’

ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের প্রতিবাদে ইসরাইলপন্থিদেরও মাঠে নামতে দেখা গেছে। অবশ্য তাদের সমর্থনে জনসমাগম কম ছিল।