০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিমসটেকের সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা থাইল্যান্ড যাচ্ছেন আগামীকাল

  • RA
  • পোষ্টের সময় : ০৬:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ৪৭ ভিউ :

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

বিমসটেক সম্মেলনে অংশ নিতে তিনি ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন। সম্মেলনের আগে, ২ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা, আর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব।

এ সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকেরও কথা রয়েছে। তাছাড়া প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগের পর গত বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তিনি এর আগে জাতিসংঘের অধিবেশন, কপ-২৯ সম্মেলন, ডি-৮ সম্মেলন এবং সম্প্রতি চীন সফর করেন।

 

ট্যাগ :
অধিক পঠিত

বিমসটেকের সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা থাইল্যান্ড যাচ্ছেন আগামীকাল

পোষ্টের সময় : ০৬:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

বিমসটেক সম্মেলনে অংশ নিতে তিনি ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন। সম্মেলনের আগে, ২ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা, আর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব।

এ সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকেরও কথা রয়েছে। তাছাড়া প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের বৈঠকের একটা শিডিউল চাওয়া হয়েছে। আমরা আশা করছি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগের পর গত বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তিনি এর আগে জাতিসংঘের অধিবেশন, কপ-২৯ সম্মেলন, ডি-৮ সম্মেলন এবং সম্প্রতি চীন সফর করেন।