০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও পানিবণ্টন নিয়ে ইউনূস-মোদীর বৈঠক

  • RA
  • পোষ্টের সময় : ০৩:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৩৫ ভিউ :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন।

ষষ্ঠ বিমসটেক সম্মেলন শেষে ব্যাংককের সাংরিলা হোটেলে স্থানীয় সময় দুপুরের পর দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যাকাণ্ড ও তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়।

শুক্রবার (৪ এপ্রিল) বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন ড. ইউনূস। এর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ও তার সাম্প্রতিক বক্তব্য নিয়েও আলোচনা হয়। সীমান্তে হত্যাকাণ্ড ও তিস্তার পানির ন্যায্য হিস্যার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা।

এর আগের দিন বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজেও অধ্যাপক ইউনূস ও প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ হয়। সেখানে তাঁরা একই টেবিলে বসে কুশল বিনিময় করেন।

 

ট্যাগ :
অধিক পঠিত

হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও পানিবণ্টন নিয়ে ইউনূস-মোদীর বৈঠক

পোষ্টের সময় : ০৩:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন।

ষষ্ঠ বিমসটেক সম্মেলন শেষে ব্যাংককের সাংরিলা হোটেলে স্থানীয় সময় দুপুরের পর দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যাকাণ্ড ও তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়।

শুক্রবার (৪ এপ্রিল) বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন ড. ইউনূস। এর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ ও তার সাম্প্রতিক বক্তব্য নিয়েও আলোচনা হয়। সীমান্তে হত্যাকাণ্ড ও তিস্তার পানির ন্যায্য হিস্যার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা।

এর আগের দিন বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজেও অধ্যাপক ইউনূস ও প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ হয়। সেখানে তাঁরা একই টেবিলে বসে কুশল বিনিময় করেন।