বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুই ধাপ এগিয়েছে। লাল-সবুজ জার্সিধারীদের বর্তমান অবস্থান ১৮৩ তম।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ফিফা এই র্যাঙ্কিং প্রকাশ করে।
গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করার ফলে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করে, যা র্যাঙ্কিংয়েও ইতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে, ভারত দুই ধাপ পিছিয়ে ১২৭তম স্থানে নেমে গেছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দ্বিতীয় স্থানে আছে স্পেন।