আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নোমাড ক্যাপিটালিস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড। পাঁচটি সূচকের ভিত্তিতে তৈরি করা এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮১তম।
নোমাড ক্যাপিটালিস্ট জানায়, ভিসামুক্ত ভ্রমণের সুবিধা, কর ব্যবস্থা, দ্বৈত নাগরিকত্ব, ব্যক্তিগত স্বাধীনতা এবং বিশ্বে বসবাসের সুযোগ বিবেচনায় এ সূচক প্রণয়ন করা হয়েছে।
তালিকায় আয়ারল্যান্ডের পাসপোর্টের স্কোর ১০৯। দেশটির নাগরিকরা বিশ্বের ১৭৬টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। অন্যদিকে, বাংলাদেশের স্কোর ৩৮ এবং বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন মাত্র ৫০টি দেশে।
তালিকায় বাংলাদেশের ঠিক আগে রয়েছে নেপাল (স্কোর ৩৯.৫) এবং পরে মিয়ানমার (স্কোর ৩৭.৫)। প্রতিবেশী ভারতের অবস্থান ১৪৮তম (স্কোর ৪৭.৫) এবং পাকিস্তানের অবস্থান ১৯৫তম (স্কোর ৩২)।
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাত শীর্ষে থাকলেও চলতি বছর তারা রয়েছে দশম স্থানে, ১০৬.৫ স্কোর নিয়ে। তবে দেশটির নাগরিকরা এখনো ১৭৯টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান, যা শীর্ষে থাকা আয়ারল্যান্ডের চেয়ে বেশি।