কোপা আমেরিকায় প্রথম ম্যাচেই দ্বিতীয়ার্ধে দেরি করে আসায় আর্জেন্টিনার সমালোচনা করেছিলেন কানাডার কোচ। কনমেবল অবশেষে সেই ঘটনায় শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে। কানাডার পর চিলির বিপক্ষেও দ্বিতীয়ার্ধে দেরি করে মাঠে আসায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তাতে পেরুর বিপক্ষে ডাগআউটে থাকতে পারছেন না তিনি। আর্জেন্টিনার কোচের মতো এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন চিলি কোচ রিকার্ডো গার্সিয়াও।
গত সপ্তাহেই কানাডার বিপক্ষে মাঠে দেরি করে আসায় এর সমালোচনা করেছিলেন দলটির কোচ জেসে মার্শ। তিনি বলেছিলেন স্কালোনির দলকে জরিমানা করা উচিত। ওই ঘটনার পর আর্জেন্টিনাকে সতর্ক করে দিয়েছিল কনমেবল। কিন্তু চিলির বিপক্ষেও নিয়ম ভাঙে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একইভাবে আর্জেন্টিনার বিপক্ষেও প্রথমার্ধের পর খেলোয়াড়দের নিয়ে দেরি করে মাঠে আসেন চিলির কোচ গার্সিয়া।
কনমেবল জানিয়েছে, টুর্নামেন্টের ১০৪ ও ১৪৫ ধারা ভঙ্গে দুই কোচকেই এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যার সঙ্গে মাঠে দেরি করে আসার বিষয়টি সম্পৃক্ত। এর ফলে দুই কোচ বদলিদের বেঞ্চেও বসার সুযোগ পাবেন না। নিষেধাজ্ঞার পাশাপাশি আর্জেন্টিনা ও চিলির ফুটবল ফেডারেশনকে আর্থিক জরিমানাও করা হয়েছে। সেটার পরিমাণ ১৫ হাজার মার্কিন ডলার!
আর্জেন্টিনা ‘এ’ গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে শেষ আট নিশ্চিত করেছে। রবিবার সকাল ৬টায় তাদের প্রতিপক্ষ পেরু।