১২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ট্রুডোকে পদত্যাগের আল্টিমেটাম নিজ দলের ২০ এমপির

জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক :

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আল্টিমেটাম দিলেন তার দল লিবারেল পার্টি অব কানাডার ২০ এমপি। ২৮ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি লিবারেল পার্টির বেশ কিছু এমপি হুমকি দিয়ে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে পার্লামেন্টে বিদ্রোহের মুখোমুখি হতে হবে ট্রুডোকে।

বুধবার ট্রুডো তার দল লিবারেল পার্টির প্রায় ২০ জন এমপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। ককাস বৈঠকের সময় তার পদত্যাগের রূপরেখা দিয়ে একটি নথি উপস্থাপন করা হয়। সেখানেই তাকে পদত্যাগের আল্টিমেটাম দেন ওই এমপিরা। এমনকি আগামী নির্বাচনের আগেই দলীয় প্রধানের পদ ছাড়তেও বলা হয়। তবে আল্টিমেটাম দেওয়া ওই ২০ এমপির কেউই ট্রুডোর মন্ত্রিসভার সদস্য নন।

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে টানা ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো। এই সময়ের মধ্যে ক্রমেই জনপ্রিয়তা হারিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এমতাবস্থায় আগামী নির্বাচনে একটি বিব্রতকর পরাজয় এড়াতেই তার পদত্যাগের দাবি জানাচ্ছেন দলীয় নেতারা। ট্রুডো পদ না ছাড়লে নির্বাচনে দলটি তৃতীয় অবস্থানে চলে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

ট্রুডোকে পদত্যাগের আল্টিমেটাম নিজ দলের ২০ এমপির

পোষ্টের সময় : ০৩:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক :

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আল্টিমেটাম দিলেন তার দল লিবারেল পার্টি অব কানাডার ২০ এমপি। ২৮ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি লিবারেল পার্টির বেশ কিছু এমপি হুমকি দিয়ে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করলে পার্লামেন্টে বিদ্রোহের মুখোমুখি হতে হবে ট্রুডোকে।

বুধবার ট্রুডো তার দল লিবারেল পার্টির প্রায় ২০ জন এমপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। ককাস বৈঠকের সময় তার পদত্যাগের রূপরেখা দিয়ে একটি নথি উপস্থাপন করা হয়। সেখানেই তাকে পদত্যাগের আল্টিমেটাম দেন ওই এমপিরা। এমনকি আগামী নির্বাচনের আগেই দলীয় প্রধানের পদ ছাড়তেও বলা হয়। তবে আল্টিমেটাম দেওয়া ওই ২০ এমপির কেউই ট্রুডোর মন্ত্রিসভার সদস্য নন।

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে টানা ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো। এই সময়ের মধ্যে ক্রমেই জনপ্রিয়তা হারিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এমতাবস্থায় আগামী নির্বাচনে একটি বিব্রতকর পরাজয় এড়াতেই তার পদত্যাগের দাবি জানাচ্ছেন দলীয় নেতারা। ট্রুডো পদ না ছাড়লে নির্বাচনে দলটি তৃতীয় অবস্থানে চলে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।