গফরগাঁও প্রতিনিধি :
ময়মনসিংহ- গফরগাঁও সড়কের সুতিয়াখালী ফুলপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফজলে রাব্বি (৩৫) নামের এক স্কুল শিক্ষক মৃত্যুবরণ করেছেন ।
তিনি আহত অবস্থায় গত তিনদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শেষে গত বুধবার বিকেলে দিকে গফরগাঁও পৌরশহরের ইমামবাড়ী এলাকায় নিজ বাসায় আসার পর রাত সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
তার পিতা নাজিম উদ্দীন মাষ্টার ছেলের মৃত্যু ঘটনাটি নিশ্চিত করেন। নিহত ফজলে রাব্বি উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং কান্দিপাড়া শাখা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম- আহ্বায়ক ছিলেন।
তরুন এই শিক্ষকের অকাল মৃত্যুর খবরে গফরগাঁও প্রাথমিক শিক্ষক সমাজসহ সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ইমামবাড়ি ঈদগাহ মাঠে মরহুমের ১ম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগরা গ্রামের ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
তরুন এই শিক্ষকের মৃত্যুতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার আহবায়ক হাবিবুর রহমান কাজলসহ গফরগাঁও ও কান্দিপাড়া শাখার শিক্ষক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সোমবার সকালে গফরগাঁও থেকে ময়মনসিংহে পিটিআই যাওয়ার পথে গফরগাঁও ময়মনসিংহ সড়কের সুতিয়াখালী এলাকায় সিএনজির সাথে একটি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই সাদিয়া আক্তার (২৫) নামে অন্তঃসত্ত্বা এক মহিলা নিহত হয় ও শিক্ষক ফজলে রাব্বি, শিক্ষক নজরুল ইসলামসহ ৫ জন যাত্রী গুরুতর আহত হয়।