নেত্রকোনা অফিস :
নেত্রকোনা জেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রোববার জেলা শহরের কোটষ্টেশন এলাকায় ৬ শতাধিক অসহায় মানুষের চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির মেয়র নমিনী মো. আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু। উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির মেয়র নমিনী মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি, সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. রাব্বী খান প্রমুখ।
জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, মানুষ মানুষের জন্য। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় বিশেষজ্ঞ চিকিৎসক মো. রাব্বী খানের নেতৃত্বে একটি মেডিকেল টিম রক্ত পরীক্ষা, ডায়াবেটিক পরীক্ষাসহ ৬ শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হয়েছে। জেলা যুবদলের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।