দুর্গাপুর প্রতিনিধি :
‘হটাও চাঁদাবাজী, লুটপাট, কায়েম কর সাম্যের বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর শাখার আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর শহরের স্থানীয় শহীদ মিনারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার যুগ্নসাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায়, সিপিবি দুর্গাপুর শাখার সভাপতি মীর আলজাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডাঃ দিবালোক সিংহ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপক সরকার, সিপিবি নেতা শামছুল আলম খান, আজিম উদ্দিন, তাসলিমা বেগম, ছাত্র ইউনিয়ন সভাপতি নরে আলম কান, সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ প্রমুখ।