ময়মনসিংহ ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীপুরে স্মৃতি রানী হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবি

গেীরীপুরে হত্যার বিচার দাবীতে মাববন্ধন। ছবি- ব্রহ্মপুত্রএক্সপ্রেস।

গৌরীপুর প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরের কন্যা স্মৃতি রানী পালকে (২৪) গাজীপুরের শ্রীপুরে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রোববার বেলা সাড়ে ১১টায় গৌরীপুর পৌর শহরের কালীখলা এলাকার কৃষ্ণচূড়া চত্বরে ‘আমরা গৌরীপুরবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, স্মৃতি রানী পালের ১৮ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। সেই সন্তানকে রেখে ঘাতকরা পরিকল্পিত ভাবে স্মুতিকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পরপর শ্রীপুর থানার পুলিশ তার স্বামী কাব্য সরকার সহ তিনজনকে গ্রেফতার করেছে এজন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দাবি স্মৃতি হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, কালিখলা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, সতীষা যুব কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সহসভাপতি আলী হায়দার রবিন, কোষাধ্যক্ষ শামীম খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন প্রমুখ।

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, স্মৃতি রানী পাল ময়মনসিংহের গৌরীপুরের দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে। গত তিন বছর আগে গাজীপুর জেলার শ্রীপুরের কেওয়াখন্ডের কেসব সরকারের ছেলে কাব্য সরকারের সাথে স্মৃতির বিয়ে। বর্তমানে স্মৃতি তার পরিবার নিয়ে স্বামী কাব্য সরকারের মামার বাড়ি শ্রীপুরে থাকতো। তাদের সংসারে ১৮ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত ২৮ অক্টোবর ওই বাড়িতে স্মৃতিকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় স্মৃতির বাবা সুনীল পাল বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।

এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্মৃতির স্বামী কাব্য সরকার (২৬), তার মামা নিমাই সন্নাসী (৫৬) ও মামী বেলী সরকার (৪০)। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন, স্মৃতি রানী পাল হত্যাকান্ডে থানায় মামলা হয়েছে। পুলিশ নিহতের স্বামী সহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তিনজন ছাড়াও হত্যাকান্ডে অন্য কেউ জড়িত আছে কি না সেটাও তদন্ত করতে পুলিশ।

ট্যাগ :

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের এক দশকে পদার্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার

গৌরীপুরে স্মৃতি রানী হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবি

পোষ্টের সময় : ০২:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

গৌরীপুর প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরের কন্যা স্মৃতি রানী পালকে (২৪) গাজীপুরের শ্রীপুরে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রোববার বেলা সাড়ে ১১টায় গৌরীপুর পৌর শহরের কালীখলা এলাকার কৃষ্ণচূড়া চত্বরে ‘আমরা গৌরীপুরবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, স্মৃতি রানী পালের ১৮ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। সেই সন্তানকে রেখে ঘাতকরা পরিকল্পিত ভাবে স্মুতিকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পরপর শ্রীপুর থানার পুলিশ তার স্বামী কাব্য সরকার সহ তিনজনকে গ্রেফতার করেছে এজন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দাবি স্মৃতি হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা রতন চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, কালিখলা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, সতীষা যুব কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সহসভাপতি আলী হায়দার রবিন, কোষাধ্যক্ষ শামীম খান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন প্রমুখ।

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, স্মৃতি রানী পাল ময়মনসিংহের গৌরীপুরের দৌলতপুর গ্রামের সুনীল পালের মেয়ে। গত তিন বছর আগে গাজীপুর জেলার শ্রীপুরের কেওয়াখন্ডের কেসব সরকারের ছেলে কাব্য সরকারের সাথে স্মৃতির বিয়ে। বর্তমানে স্মৃতি তার পরিবার নিয়ে স্বামী কাব্য সরকারের মামার বাড়ি শ্রীপুরে থাকতো। তাদের সংসারে ১৮ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত ২৮ অক্টোবর ওই বাড়িতে স্মৃতিকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় স্মৃতির বাবা সুনীল পাল বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন।

এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ স্মৃতির স্বামী কাব্য সরকার (২৬), তার মামা নিমাই সন্নাসী (৫৬) ও মামী বেলী সরকার (৪০)। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন, স্মৃতি রানী পাল হত্যাকান্ডে থানায় মামলা হয়েছে। পুলিশ নিহতের স্বামী সহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তিনজন ছাড়াও হত্যাকান্ডে অন্য কেউ জড়িত আছে কি না সেটাও তদন্ত করতে পুলিশ।