ধোবাউড়া প্রতিনিধি :
ময়মনসিংহের ধোবাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স এর প্রথম কারামুক্তি দিবস পালন করা হয়েছে।
সেমাবার দুপুরে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কারামুক্তি দিবসটি পালন কর হয়। এই উপলক্ষে ধোবাউড়া বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে আনিছুর রহমান মানিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার সারাদেশকে কারাবন্দী করে রেখেছিল, দেশের মানুষকে কারাবন্দী করে একটি পাতানো ডামী নির্বাচন করেছিল। বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করেনা। দলীয় নেতাকর্মীদের প্রতি হুশিয়ারী দিয়ে বলেন,কেউ অপকর্ম করলে তার দায় বিএনপি নিবেনা।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল,মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, বিএনপি নেতা আঃ কুদ্দুস, আঃ ওয়াহেদ তালুকদার, গাজিউর রহমান, হাবিবুর রহমান, সোলাইমান সরকার, খোকন খান, জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, কৃষকদলের আহবায়ক নয়ন মন্ডল, ছাত্রদলের সাবেক সভাপতি আঃ মোমেন শাহীন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক ইমরান, ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিন, তাতীদলের সদস্য সচিব হাসান শাহ, মৎসজীবী দলের আহবায়ক মিজানুর রহমান,সদস্য সচিব শামীম মিয়া।