টাঙ্গাইল অফিস :
টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫৬০০ প্রান্তিক কৃষকদের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বীজ ও সার বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান। এসময় কৃষি সম্প্রারণ অফিসার শাহারিয়া আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার দেলোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার ফরিদ আহম্মেদ, কৃষক সুজন মাহমুদ ও মিজানুর রহমান সহ অন্যান্যরা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান জানান, উপজেলার ৫৬০০ প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। প্রতিজন কৃষকের মাঝে ১ কেজি সরিষাবীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।