জামালপুরের ইসলামপুরে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সংস্থা নামের ভুয়া এনজিও’র ৬ মহিলা কর্মীকে আটক করেছে পুলিশ।
বিভিন্ন বিভ্রান্তিমূলক কার্যক্রমের অভিযোগে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়ন থেকে বুধবার বিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, মেলান্দহের চাকদহ চরপাড়া ময়দান প্রামাণিকের মেয়ে সাদিয়া (১৮), একই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী হাফিজা বেগম(২৫), শফিকুল ইসলামের স্ত্রী রনিকা আকতার(২৫), আবু সাইদের স্ত্রী বৃষ্টি আক্তার (২০), লেবু মিয়ার স্ত্রী লাইলী বেগম(৩৫)ও মাইরদ্দিনের স্ত্রী বানেছা বেগম(৩৫)।
পুলিশ জানায়, আটকৃতরা অহিংস গনঅভ্যুত্থান বাংলাদেশের নামে একটি ভূয়া এনজিও’র সদস্য সংগ্রহ করতে উপজেলা নোয়ারপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় তারা সদস্যের ১লাখ থেকে ১কোটি টাকার পর্যন্ত ঋণ দেওয়া প্রতিশ্রæতি দেন। বিষয়টি সন্দেহ হলে তাদের ইউনিয়ন পরিষদে আটক রাখে এলাকাবাসী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানাযায়, সরকারকে বেকায়দায় ফেলতে আগামী ২৫ নভেম্বর শাহাবাগে অবস্থান কর্মসূচী নেবে। গোপনে তারা বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলায় আদালতে পাঠানো হয়েছে।