জামালপুরের বকশীগঞ্জে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জামালপুর বিআরটিএর জামালপুর সার্কেল এর সহযোগিতায় বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা পরিষদ এর সামনে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
ভ্রাম্যমাণ আদালতে ফিটনেস বিহীন গাড়ি, হেলমেট না থাকা ও লাইসেন্স নবায়ন না থাকায় ১২ টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিআরটিএর জামালপুর সার্কেল এর সহকারী পরিচালক আবু নাইম ও মোটরযান পরিদর্শক মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপপরিদর্শক মাসুদ রানা উপস্থিত ছিলেন।