মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য এবার অ্যান্টি-পারসনেল বা মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। বুধবার (২০ নভেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন এমন একটি পদক্ষেপ যেটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি কমিয়ে আনতে সহায়তা করতে পারে। বিশেষ করে সেগুলো যখন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অন্যান্য যুদ্ধাস্ত্রের সঙ্গে ব্যবহার করা হবে।
যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন নিজ ভূখণ্ডে ফাঁদ হিসেবে এই মাইন ব্যবহার করবে। তবে সেগুলো অবশ্যই বেসামরিক জনবহুল এলাকায় ব্যবহার করা হবে না বলে জানান ওই কর্মকর্তা। এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনকে ট্যাংকবিরোধী মাইন সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। তবে এবার মনুষ্যবিহীন মাইন সরবরাহ করার উদ্দেশ্য হলো রাশিয়ার স্থল বাহিনীর অগ্রগতি রোধ করা।
ওই কর্মকর্তা আরও বলেন, মার্কিন মাইনগুলো রাশিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। কেননা, সেগুলো ‘স্থির নয়’ এবং একটি পূর্বনির্ধারিত সময়ের পর জড় হয়ে যায়। সেগুলো বিস্ফোরণের জন্য একটি ব্যাটারির প্রয়োজন হয় এবং একবার যদি ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় তবে সেগুলো আর বিস্ফোরিত হবে না।