০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ২২ জুন পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৩:৪৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ১৪৪ ভিউ :

 

আজ আষাঢ়ের প্রথম দিন থেকেই দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বর্ষা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার থেকে শুরু হয়ে আগামী ২২ জুন পর্যন্ত সারা দেশে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি অঞ্চল—বিশেষ করে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

 

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ কিছু এলাকায় বৃষ্টি হলেও আগামীকাল থেকে তা বাড়বে। এ সময় বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতও হতে পারে, যা প্রাণহানির ঝুঁকি বাড়ায়। তিনি জনগণকে সতর্ক থাকতে এবং বজ্রধ্বনি শুনলেই ঘরে আশ্রয় নিতে পরামর্শ দেন।

 

বর্তমানে দেশের ওপর মৌসুমি বায়ু দুর্বল অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও তা কম সক্রিয়। ফলে কিছু এলাকায় এখনো মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হচ্ছে।

 

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল বান্দরবানে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি।

 

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

 

এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জসহ দেশের কয়েকটি বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে কিছু এলাকায় তা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

ট্যাগ :
অধিক পঠিত

আগামী ২২ জুন পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা

পোষ্টের সময় : ০৩:৪৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

 

আজ আষাঢ়ের প্রথম দিন থেকেই দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বর্ষা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার থেকে শুরু হয়ে আগামী ২২ জুন পর্যন্ত সারা দেশে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি অঞ্চল—বিশেষ করে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

 

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, আজ কিছু এলাকায় বৃষ্টি হলেও আগামীকাল থেকে তা বাড়বে। এ সময় বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতও হতে পারে, যা প্রাণহানির ঝুঁকি বাড়ায়। তিনি জনগণকে সতর্ক থাকতে এবং বজ্রধ্বনি শুনলেই ঘরে আশ্রয় নিতে পরামর্শ দেন।

 

বর্তমানে দেশের ওপর মৌসুমি বায়ু দুর্বল অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও তা কম সক্রিয়। ফলে কিছু এলাকায় এখনো মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হচ্ছে।

 

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের ডিমলায় ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল বান্দরবানে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি।

 

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

 

এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জসহ দেশের কয়েকটি বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে কিছু এলাকায় তা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।