০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ইসরায়েলের হামলায় নিহত ৪০৬, গোয়েন্দা প্রধানসহ নিহত ২ জেনারেল

 

দখলদার ইসরায়েলের একাধিক ভয়াবহ হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৪০৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬৫৪ জন। মার্কিন মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক – উভয়েই রয়েছেন বলে জানা গেছে, যদিও নির্দিষ্ট পরিসংখ্যান এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

উল্লেখ্য, শুক্রবার থেকে মধ্যরাতে ইরানের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার সূত্রপাত হয়। শনিবার রাতে ইরান ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। এতে ইসরায়েলে অন্তত ১০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হন।

 

এদিকে, রোববার ইসরায়েলের সর্বশেষ হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি, তার সহকারী হাসান মোহাকিক এবং অপর জ্যেষ্ঠ জেনারেল মোহসেন বাঘারি নিহত হন। রাজধানী তেহরানেই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

 

এর আগে শুক্রবারের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসির প্রধান ও বিমানবাহিনীর প্রধানসহ অন্তত ছয় জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন বলে ইরানি সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। গোয়েন্দা শাখা প্রধান হত্যার খবর স্বীকার করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেন, “তেহরানে আমরা তাদের গোয়েন্দা প্রধান ও তার সহকারীকে হত্যা করেছি।”

 

অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, গত দুইদিনে ইসরায়েলি হামলায় সরকারিভাবে এখন পর্যন্ত ১২৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

 

এই উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন।

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে ইসরায়েলের হামলায় নিহত ৪০৬, গোয়েন্দা প্রধানসহ নিহত ২ জেনারেল

পোষ্টের সময় : ০৩:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

 

দখলদার ইসরায়েলের একাধিক ভয়াবহ হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৪০৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬৫৪ জন। মার্কিন মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক – উভয়েই রয়েছেন বলে জানা গেছে, যদিও নির্দিষ্ট পরিসংখ্যান এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

উল্লেখ্য, শুক্রবার থেকে মধ্যরাতে ইরানের বিভিন্ন স্থানে আকস্মিকভাবে হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার সূত্রপাত হয়। শনিবার রাতে ইরান ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। এতে ইসরায়েলে অন্তত ১০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হন।

 

এদিকে, রোববার ইসরায়েলের সর্বশেষ হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি, তার সহকারী হাসান মোহাকিক এবং অপর জ্যেষ্ঠ জেনারেল মোহসেন বাঘারি নিহত হন। রাজধানী তেহরানেই তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

 

এর আগে শুক্রবারের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, আইআরজিসির প্রধান ও বিমানবাহিনীর প্রধানসহ অন্তত ছয় জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন বলে ইরানি সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। গোয়েন্দা শাখা প্রধান হত্যার খবর স্বীকার করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে বলেন, “তেহরানে আমরা তাদের গোয়েন্দা প্রধান ও তার সহকারীকে হত্যা করেছি।”

 

অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, গত দুইদিনে ইসরায়েলি হামলায় সরকারিভাবে এখন পর্যন্ত ১২৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

 

এই উত্তেজনাকর পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে আসছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন।