ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদ খননের নামে লুটপাট, অবৈধ বালু উত্তোলন, দখল, দুষণ ও নদের মধ্যে গণশৌচাগার নির্মানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবেশবাদী সংগঠন ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন।
বুধবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান সমন্বয়ক আবুল কালাম আল আজাদ। এসময় সংগঠনের সদস্য হোসাইন ফারুক, কবি সরকার আজিজ ও আসকর আলী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই নদে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে শতশত ট্রলার বেপরোয়া বালু উত্তোলনের ফলে প্রচন্ড ভাঙনে নদের গতিপদ পরিবর্তিত হচ্ছে। ফসলি জমি, বসতভিটা হারাচ্ছেন নদপাড়ের মানুষ। বারবার স্থানীয় প্রশাসনের কাছে ধরণা দিয়েও এই অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। শতশত কোটি টাকার এই অবৈধ বালু বাণিজ্যের ভাগবাটোয়ারা যায় গডফাদার ও প্রশাসনের উচ্চ মহল পর্যন্ত। অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার আহ্বান জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এদিকে ব্রহ্মপুত্রের বুকে একাধিক গণশৌচাগার নির্মাণ কাজ করছে ময়মনসিংহ সিটি করপোরেশন। এই প্রকৃতিবিরোধী ঘৃণ্য কাজের নিন্দা জানিয়ে নদীর বুকে গণশৌচাগার নির্মাণ কাজ বন্ধ করে নির্মাণসামগ্রী এবং কাঠামো অপসারণ করার দাবি জানান। হোক। পাশাপাশি, এই জঘন্য প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।