ময়মনসিংহ ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামাবাদে পিটিআইয়ের সরকার বিরোধী বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার

পাকিস্তানে পিটিআইয়ের আন্দোলন। (ফাইল ছবি)

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ডি-চকে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়ের পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা তিন দিন ধরে চলা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দলের পক্ষ থেকে এই ঘোষণা আসে। ধরপাকড়েরর সময় দলটির সিনিয়র নেতাদেরও পলায়ন করতে দেখা গেছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এই খবর জানিয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পিটিআইয়ের বিক্ষোভকারীরা মঙ্গলবার ছত্রভঙ্গ হয়ে যায়। পরে খাইবার-পাখতুনখাওয়ার (কে-পি) দিকে পালিয়ে যায় তারা।

দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেপির মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কে-পি পৌঁছেছেন।

নকভি বলেন, ‘আইনপ্রয়োগকারী কর্মীরা এলাকাটি পরিষ্কার করেছে এবং বিক্ষোভ বন্ধ হয়েছে।’ গন্ডাপুর ও বুশরা বিবি পালিয়ে গেছেন।

এদিকে তারার জানিয়েছেন, পিটিআইয়ের বিক্ষোভকারীরা রাজধানী ছেড়ে পালিয়ে গেছেন।

মঙ্গলবার কারাবন্দি পিটিআই নেতা ইমরান খানের মুক্তির জন্য ‘চূড়ান্ত আহ্বান’-এর তৃতীয় দিনের মতো ডি-চকে জড়ো হন বিক্ষোভকারীরা। তার কন্টেইনার দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।

এদিন গভীর রাতে ব্যাপক ধরপাকড় চালিয়ে পিটিআইয়ের ৪৫০ জনেরও বেশি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তীব্র গোলাগুলির মধ্যে বুশরা বিবি ও গন্ডাপুর গাড়িতে করে পালিয়ে যান।

ট্যাগ :

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের এক দশকে পদার্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার

ইসলামাবাদে পিটিআইয়ের সরকার বিরোধী বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার

পোষ্টের সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ডি-চকে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়ের পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা তিন দিন ধরে চলা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দলের পক্ষ থেকে এই ঘোষণা আসে। ধরপাকড়েরর সময় দলটির সিনিয়র নেতাদেরও পলায়ন করতে দেখা গেছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এই খবর জানিয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পিটিআইয়ের বিক্ষোভকারীরা মঙ্গলবার ছত্রভঙ্গ হয়ে যায়। পরে খাইবার-পাখতুনখাওয়ার (কে-পি) দিকে পালিয়ে যায় তারা।

দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেপির মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কে-পি পৌঁছেছেন।

নকভি বলেন, ‘আইনপ্রয়োগকারী কর্মীরা এলাকাটি পরিষ্কার করেছে এবং বিক্ষোভ বন্ধ হয়েছে।’ গন্ডাপুর ও বুশরা বিবি পালিয়ে গেছেন।

এদিকে তারার জানিয়েছেন, পিটিআইয়ের বিক্ষোভকারীরা রাজধানী ছেড়ে পালিয়ে গেছেন।

মঙ্গলবার কারাবন্দি পিটিআই নেতা ইমরান খানের মুক্তির জন্য ‘চূড়ান্ত আহ্বান’-এর তৃতীয় দিনের মতো ডি-চকে জড়ো হন বিক্ষোভকারীরা। তার কন্টেইনার দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।

এদিন গভীর রাতে ব্যাপক ধরপাকড় চালিয়ে পিটিআইয়ের ৪৫০ জনেরও বেশি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তীব্র গোলাগুলির মধ্যে বুশরা বিবি ও গন্ডাপুর গাড়িতে করে পালিয়ে যান।