০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় ৪ ত্রাণকর্মীসহ নিহত শতাধিক

গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একদিনেই অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন মার্কিন দাতব্য সংস্থা-ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের কর্মী।

শনিবার (৩০ নভেম্বর) ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১০০ জনে পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

দক্ষিণ খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই হামলায় নিহত হয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং সেভ দ্য চিলড্রেনের চার কর্মী। খান ইউনিসে একটি গাড়িতে হামলা চালালে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের দুই কর্মী নিহত হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত বছর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কিব্বুতজ নির ওজে হামাসের আক্রমণে অংশ নিয়েছিলেন তারা। তবে এর সপক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েলি বাহিনী। গত বছর কোথায় বা কোন হামলায় তারা অংশ নিয়েছিল তা যাচাই করতে পারে রয়টার্সও।

নিহতদের পরিবার বলেছে, ইসরায়েলের অভিযোগ মিথ্যা। অবৈধ হত্যার ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য এমন অভিযোগ করেছে তারা।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের কোনও কর্মী গত বছরের ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকার কোন তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা-সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী ইনগার অ্যাশিং এক বিবৃতিতে বলেছেন, তাদের দুই কর্মী খান ইউনিসে বিমান হামলায় নিহত হয়েছেন। সেভ দ্য চিলড্রেনের বিবৃতির বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

ট্যাগ :

আটপাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলায় ৪ ত্রাণকর্মীসহ নিহত শতাধিক

পোষ্টের সময় : ০৩:২৪:২২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একদিনেই অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন মার্কিন দাতব্য সংস্থা-ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের কর্মী।

শনিবার (৩০ নভেম্বর) ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১০০ জনে পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

দক্ষিণ খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই হামলায় নিহত হয়েছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং সেভ দ্য চিলড্রেনের চার কর্মী। খান ইউনিসে একটি গাড়িতে হামলা চালালে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের দুই কর্মী নিহত হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত বছর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কিব্বুতজ নির ওজে হামাসের আক্রমণে অংশ নিয়েছিলেন তারা। তবে এর সপক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েলি বাহিনী। গত বছর কোথায় বা কোন হামলায় তারা অংশ নিয়েছিল তা যাচাই করতে পারে রয়টার্সও।

নিহতদের পরিবার বলেছে, ইসরায়েলের অভিযোগ মিথ্যা। অবৈধ হত্যার ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য এমন অভিযোগ করেছে তারা।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের কোনও কর্মী গত বছরের ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকার কোন তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা-সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী ইনগার অ্যাশিং এক বিবৃতিতে বলেছেন, তাদের দুই কর্মী খান ইউনিসে বিমান হামলায় নিহত হয়েছেন। সেভ দ্য চিলড্রেনের বিবৃতির বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।