জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১২৬ শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় ছড়াকার সরকার জসীম’র ছড়াগ্রন্থ ‘আহারে বাহারে’।
আসরে সভাপতিত্ব করেন কবি সাব্বির রেজা, আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, কবি ও গল্পকার নাজমা মমতাজ, স্বাগত বক্তব্য রাখেন কবি স্বাধীন চৌধুরী সাধারণ সম্পাদক ময়মনসিংহ সাহিত্য সংসদ, সঞ্চালনায় জুবায়েদ ইবনে সাঈদ যুগ্ম আহবায়ক বীক্ষণ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল,বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর,সারওয়ার কামাল রবীন, কবি জামাল উদ্দিন, কবি আহমদ শাহাবুদ্দিন, গবেষক অহিদ রহমান, তপন বর্মন, সুপ্রিয় বনিক, কবি মুজাহিদুল ইসলাম নাজিম, কবি আনোয়ারুল হাকিম পল্লব, কবি আমজাদ শ্রাবণ, কবি রফিকুল ইসলাম মানিক, বাচিক শিল্পী স্বর্ণা চাকলাদার এ্যানি, কবি জিসি দেবনাথ, কবি রাকিবুল হাসান, সংবাদকর্মী নবি হোসেন লাদেন, কবি সুষ্মিতা সরকার স্নেহা প্রমুখ।
২য় পর্বে উপস্থিত কবি বৃন্দ স্বরচিত পাঠ /আবৃত্তি করেন।