নেত্রকোনায় আইন শৃংঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নভেম্বর মাসে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন।
জানা গেছে, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার নভেম্বর-২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অপরাধ পর্যালোচনা সভায় আইন শৃংঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজকে শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। সভা শেষে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নিকট হতে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ শ্রেষ্ঠ ওসির পুরস্কার গ্রহন করেন।