জামালপুরের বকশীগঞ্জে ৭ টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে ৬২ জন গ্রাম পুলিশকে শীতবস্ত্র প্রদান করা হয়।
বকশীগঞ্জ থানা চত্বরে পুলিশ সুপারের পক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।
এসময় বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, শীতকালে অপরাধ ঠেকাতে কষ্ট করে ডিউটি পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা। বিশেষ করে রাত্রীকালীন ডিউটিতে তাদের শীতের কারণে ভোগান্তি পোহাতে হয়।তাই এসপি স্যার গ্রাম পুলিশদের শীত নিবারণে শীতবস্ত্র প্রদান করেন।