০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মমেক হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক-টিআইবি’র মতবিনিময়

মমেক হাসপাতালে স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সনাক-টিআইবির মতবিনিময় সভা । ছবি- সনাক, ময়মনসিংহ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ময়মনসিংহ এর উদ্যোগে হাসপাতালের ভিডিও কনফারেন্স হলে বৃহস্পতিবার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য মীর গোলাম মোস্তফা। সভায় অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ মোহাম্মদ মাইনউদ্দিন খান, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিষ্ট ডাঃ খালেদ মোশারফ হোসেন, সনাক সভাপতি শরিফুজ্জামান পরাগ, সনাক সদস্য তসলিম উদ্দিন আহাম্মদ, সানাক’র অ্যাক্টিভ সিটিজেন্স গ্রæপ (এসিজি) সদস্য জগলুল পাশা রুশো প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মুহাম্মদ হাবিবুর রহমান।

 

হাসপাতালের সেবার সার্বিক চিত্র তুলে ধরে সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ মোহাম্মদ মাইনউদ্দিন খান জুলাই অভ্যুত্থানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সীমিত জনবল ও সম্পদ দিয়ে পরিপূর্ণ চিকিৎসা সেবা প্রদানে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রতিদিন বর্হিবিভাগে গড়ে পাঁচ থেকে ছয় হাজার এবং অন্ত:বিভাগে সাড়ে তিন থেকে চার হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে এ হাসপাতালে ক্যাথল্যাব প্রতিষ্ঠার ফলে এনজিওগ্রাম সেবা প্রদান, অল্প খরচে কিডনী ডাইলাসিস, স্কেনো সেন্টারে গড়ে দুই’শ হতে তিনশত নবজাতক শিশুকে সেবা প্রদান, জেন্ডার সংবেদনশীল সেবায় ওয়ান স্টপ ক্রইসিস সেন্টার চালু রয়েছে, নিউরোমেডিসিন সেন্টার চালু, নতুন এক্সে মেশিন স্থাপন, ডেঙ্গু রোগের চিকিৎসায় আলাদা ওয়ার্ডের মাধ্যমে নিবিড়ভাবে সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। এছাড়াও ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে চব্বিশ ঘন্টা সেবাদান অব্যাহত রয়েছে যেখানে এমআরআই, সিটিস্ক্যানসহ সকল ধরনের জরুরী প্যাথলজি পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হচ্ছে।

 

কার্ডিওলজি বিভাগের মাধ্যমে অটোমেশন সেবা চালু হয়েছে, যার ফলে রোগীর ভর্তি থেকে শুরু করে ছাড়পত্র প্রদান পর্যন্ত স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থাপনা কার্যক্রম নিশ্চিত করা হচ্ছে। সভাপতির বক্তব্যে উপ-পরিচালক ডা: মো: জাকিউল ইসলাম বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি ময়মনসিংহ বিভাগের সকল নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও াবলেন, অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন হলে এ হাসাপাতালে ক্যান্সার, হৃদরোগ ও কিডনী রোগের বিশ^ মানের আধুনিক এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু থাকায় সিসিইউ ও আইসিইউ সেবা কখনও বিঘিœত হবে না বলে উল্লেখ করেন।

 

বর্তমানে পরিচালক মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রম পরিচালনা করছেন- যা মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার বাস্তবায়নে ফলপ্রসূ ভূমিকা রাখছে। স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সহায়কের ভূমিকায় পাশে থাকার জন্য সনাক-টিআইবি ময়মনসিংহ কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সভায় জরুরী বিভাগ ও বর্হিবিভাগের সামনে সেবা সম্পর্কিত দু’টি তথ্য বোর্ড স্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। তথ্যমেলায় স্বপ্রণোদিত তথ্য সেবা ও সর্বোচ্চ সেবা প্রদানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল দ্বিতীয় স্থান অর্জন করায় সনাক-ময়মনসিংহ এর পক্ষ হতে অভিনন্দন জানানো হয়।

হাসপাতাল ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ এর মধ্যে মাত্রাতিরিক্ত রোগীর চাপ, জনবল ঘাটতি, সচেতনতার অভাব বিশেষ করে রোগীদের সাথে আসা দর্শনার্থীদের চাপ, দালাল চক্রের দৌরাত্ম, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি কার্যকর না থাকা উল্লেখযোগ্য বলে মুক্ত আলোচনায় উঠে আসে। সনাক ময়মনসিংহ এর পক্ষ হতে জেলা সদর হাসপাতাল স্থাপন, সদর উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম বৃদ্ধি, সিটি কর্পোরেশন এলাকায় নগর স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম জোরদার, জরুরীভিত্তিতে শিশু হাসপাতালসহ স্বাস্থ্যসেবা সম্পর্কিত সকল অবকাঠামোগত কার্যক্রম সম্পন্ন করা, হাসপাতালে অবস্থানকারী বেসরকারি এ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ, হাসপাতাল এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং ফ্লাই ওভার নিমার্ণ, এসকে হাসপাতাল সংস্কার ও বিশেষায়িত স্বাস্থ্য সেবা স্থানান্তরসহ বেশ কয়েকটি প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরা হয়। সভায় সনাক’র এসিজি গ্রুপের কার্যক্রমে কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সহকারি মোঃ আব্দুস সামাদ, স্টোর অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মিনহাজ উদ্দিন, ওয়ার্ড মাস্টার মোঃ মোশাররফ হোসেন প্রমূখ।

সভায় অন্যান্যের মধ্যে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সনাক সদস্যগণ, এসিজি সদস্য ও টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
অধিক পঠিত

আটপাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

মমেক হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক-টিআইবি’র মতবিনিময়

পোষ্টের সময় : ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ময়মনসিংহ এর উদ্যোগে হাসপাতালের ভিডিও কনফারেন্স হলে বৃহস্পতিবার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য মীর গোলাম মোস্তফা। সভায় অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ মোহাম্মদ মাইনউদ্দিন খান, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিষ্ট ডাঃ খালেদ মোশারফ হোসেন, সনাক সভাপতি শরিফুজ্জামান পরাগ, সনাক সদস্য তসলিম উদ্দিন আহাম্মদ, সানাক’র অ্যাক্টিভ সিটিজেন্স গ্রæপ (এসিজি) সদস্য জগলুল পাশা রুশো প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মুহাম্মদ হাবিবুর রহমান।

 

হাসপাতালের সেবার সার্বিক চিত্র তুলে ধরে সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ মোহাম্মদ মাইনউদ্দিন খান জুলাই অভ্যুত্থানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সীমিত জনবল ও সম্পদ দিয়ে পরিপূর্ণ চিকিৎসা সেবা প্রদানে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রতিদিন বর্হিবিভাগে গড়ে পাঁচ থেকে ছয় হাজার এবং অন্ত:বিভাগে সাড়ে তিন থেকে চার হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে এ হাসপাতালে ক্যাথল্যাব প্রতিষ্ঠার ফলে এনজিওগ্রাম সেবা প্রদান, অল্প খরচে কিডনী ডাইলাসিস, স্কেনো সেন্টারে গড়ে দুই’শ হতে তিনশত নবজাতক শিশুকে সেবা প্রদান, জেন্ডার সংবেদনশীল সেবায় ওয়ান স্টপ ক্রইসিস সেন্টার চালু রয়েছে, নিউরোমেডিসিন সেন্টার চালু, নতুন এক্সে মেশিন স্থাপন, ডেঙ্গু রোগের চিকিৎসায় আলাদা ওয়ার্ডের মাধ্যমে নিবিড়ভাবে সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। এছাড়াও ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে চব্বিশ ঘন্টা সেবাদান অব্যাহত রয়েছে যেখানে এমআরআই, সিটিস্ক্যানসহ সকল ধরনের জরুরী প্যাথলজি পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হচ্ছে।

 

কার্ডিওলজি বিভাগের মাধ্যমে অটোমেশন সেবা চালু হয়েছে, যার ফলে রোগীর ভর্তি থেকে শুরু করে ছাড়পত্র প্রদান পর্যন্ত স্বয়ংক্রিয় সেবা ব্যবস্থাপনা কার্যক্রম নিশ্চিত করা হচ্ছে। সভাপতির বক্তব্যে উপ-পরিচালক ডা: মো: জাকিউল ইসলাম বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি ময়মনসিংহ বিভাগের সকল নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও াবলেন, অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন হলে এ হাসাপাতালে ক্যান্সার, হৃদরোগ ও কিডনী রোগের বিশ^ মানের আধুনিক এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালু থাকায় সিসিইউ ও আইসিইউ সেবা কখনও বিঘিœত হবে না বলে উল্লেখ করেন।

 

বর্তমানে পরিচালক মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রম পরিচালনা করছেন- যা মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার বাস্তবায়নে ফলপ্রসূ ভূমিকা রাখছে। স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সহায়কের ভূমিকায় পাশে থাকার জন্য সনাক-টিআইবি ময়মনসিংহ কে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সভায় জরুরী বিভাগ ও বর্হিবিভাগের সামনে সেবা সম্পর্কিত দু’টি তথ্য বোর্ড স্থাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। তথ্যমেলায় স্বপ্রণোদিত তথ্য সেবা ও সর্বোচ্চ সেবা প্রদানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল দ্বিতীয় স্থান অর্জন করায় সনাক-ময়মনসিংহ এর পক্ষ হতে অভিনন্দন জানানো হয়।

হাসপাতাল ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ এর মধ্যে মাত্রাতিরিক্ত রোগীর চাপ, জনবল ঘাটতি, সচেতনতার অভাব বিশেষ করে রোগীদের সাথে আসা দর্শনার্থীদের চাপ, দালাল চক্রের দৌরাত্ম, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি কার্যকর না থাকা উল্লেখযোগ্য বলে মুক্ত আলোচনায় উঠে আসে। সনাক ময়মনসিংহ এর পক্ষ হতে জেলা সদর হাসপাতাল স্থাপন, সদর উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম বৃদ্ধি, সিটি কর্পোরেশন এলাকায় নগর স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম জোরদার, জরুরীভিত্তিতে শিশু হাসপাতালসহ স্বাস্থ্যসেবা সম্পর্কিত সকল অবকাঠামোগত কার্যক্রম সম্পন্ন করা, হাসপাতালে অবস্থানকারী বেসরকারি এ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ, হাসপাতাল এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং ফ্লাই ওভার নিমার্ণ, এসকে হাসপাতাল সংস্কার ও বিশেষায়িত স্বাস্থ্য সেবা স্থানান্তরসহ বেশ কয়েকটি প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরা হয়। সভায় সনাক’র এসিজি গ্রুপের কার্যক্রমে কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সহকারি মোঃ আব্দুস সামাদ, স্টোর অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মিনহাজ উদ্দিন, ওয়ার্ড মাস্টার মোঃ মোশাররফ হোসেন প্রমূখ।

সভায় অন্যান্যের মধ্যে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সনাক সদস্যগণ, এসিজি সদস্য ও টিআইবি কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।