জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রো জয়ের হ্যাটট্রিক করেছে। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেছে দলটি। শনিবার খুলনা বিভাগকে ৬ রানে হারিয়েছে তারা। এদিকে প্রথম ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচ হারলো ঢাকা বিভাগ। সাইফ হাসানের দলকে ৬৪ রানে অলআউট করে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম বিভাগ।
সিলেটে ঢাকা মেট্রো ও খুলনা বিভাগের ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে। আগে ব্যাটিং করে মেট্রো ৯ উইকেটে ১৪৬ রান করে। জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা। মূলত মেট্রোর স্পিনার আলিস আল ইসলামের ঘূর্ণি জাদুতেই ১৪০ রানে থেমে যায় তাদের স্কোর। খুলনার হয়ে শুরুর দিকে ব্যাটাররা ব্যর্থ হলেও লড়াই করেন নুরুল হাসান সোহান, নাহিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, জিয়াউর রহমানরা। সোহান ১৪, নাহিদুল ১৬, জিয়াউর ১৭ ও মৃত্যুঞ্জয় ১৩ রান করেন। সর্বোচ্চ ২৯ রান আসে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিমের ব্যাট থেকে।
মেট্রোর জয়ের নায়ক স্পিনার আলিস। ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া রাকিবুল হাসান দুটি, মারুফ মৃধা ও আবু হায়দার রনি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে মেট্রোকে ভালো শুরু এনে দেন ইমরানউজ্জামান। ২৮ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। এর বাইরে নাঈম শেখের ২৫, আনিসুলের ২২ এবং শামসুর রহমানের ১৮ বলে ২৬ রানের ওপর ভর করে মেট্রো স্কোরবোর্ডে ১৪৬ রান তোলে।
খুলনার হয়ে পেসার মেহেদী হাসান রানা ২৫ রানে নেন ৩ উইকেট। এছাড়া মৃত্যুঞ্জয় ও আল আমিন হোসেন নেন দুটি করে উইকেট।
এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ও চট্টগ্রামের মধ্যকার ম্যাচ। চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকা মাত্র ৬৪ রানে অলআউট হয়। ঢাকার ব্যাটারদের মধ্যে কেবল তাইবুর রহমান দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। ৪৩ বলে ৩০ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান আসে অতিরিক্ত খাত থেকে।
চট্টগ্রামের জয়ের নায়ক মূলত পেসার ফাহাদ হোসেন। বাঁহাতি পেসার ১১ রানে ৪ উইকেট নিয়ে ঢাকাকে গুটিয়ে দেন। এছাড়া ইফরান হোসেন, আহমেদ শরিফ ও মাহমুদুল হাসান জয় প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।
৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে চট্টগ্রামের তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় অবিচ্ছিন্ন থেকেই ১১ ওভার ব্যাটিং করে জয় নিশ্চিত করেন। জয় ৩৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন। তামিম ছিলেন ধীরস্থির। ৪ বাউন্ডারিতে ২৯ বলে খেলেন ২১ রানের ইনিংস। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ফাহাদ।