০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ময়মনসিংহ নগরীর ৩৩ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শম্ভুগঞ্জ পূর্ববাজার মৌসুমি ড্রাগস সংলগ্ন একটি খালি জায়গায় ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী অংশ নেন এবং ভোটার সংখ্যা ছিল ১১০ জন। ভোটারদের শতভাগ উপস্থিতি এই নির্বাচনের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ ও উৎসাহের প্রতিফলন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাবিবুল আচার্য্য, গোপেশ চন্দ্র সরকার, তুষার ক্রান্তি দাস এবং মো. সিদ্দিকুর রহমান। প্রধান প্রিজাইডিং অফিসার ছিলেন মোস্তফা কামাল এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আহসান উল্লাহ (আনার) ও মো. মঞ্জুরুল হক সরকার।
প্রিজাইডিং অফিসার মোস্তফা কামাল বলেন, “এই ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যারা প্রার্থী হয়েছেন তারা সবাই শিক্ষিত এবং সজ্জন ব্যক্তি। আজকের নির্বাচনী ফলাফল সবাই সুন্দরভাবে মেনে নেবেন বলে আশা রাখি।”
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সভাপতি পদে ৮০ ভোট পেয়ে মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল হালিম সোহাগ ২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সহ-সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ কাসেম ৫৮ ভোট পেয়ে জয়লাভ করেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মো. বদরুল হায়দার ৪৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক হিসেবে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজীব কুমার সাহা। তার প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম ৩০ ভোট পেয়ে হেরে যান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. নুরুল হক। সাংগঠনিক সম্পাদক পদে মো. আমানউল্লাহ আমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মো. রুহুল আমিন মাত্র ৯ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে সৌভিক দত্ত শুভ্র এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে ইন্দ্রজিৎ সাহা রিংকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যকরী সদস্য পদে যথাক্রমে ৮৮ এবং ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম আজাদ জীবন এবং সুশান্ত কুমার গৌর।
নির্বাচনের ফলাফল বিকাল ৩টায় ঘোষণা করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী মহলে সন্তোষের আবহ বিরাজ করছে।
ট্যাগ :
অধিক পঠিত

আটপাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৬:৪৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
ময়মনসিংহ নগরীর ৩৩ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শম্ভুগঞ্জ পূর্ববাজার মৌসুমি ড্রাগস সংলগ্ন একটি খালি জায়গায় ১৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী অংশ নেন এবং ভোটার সংখ্যা ছিল ১১০ জন। ভোটারদের শতভাগ উপস্থিতি এই নির্বাচনের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ ও উৎসাহের প্রতিফলন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাবিবুল আচার্য্য, গোপেশ চন্দ্র সরকার, তুষার ক্রান্তি দাস এবং মো. সিদ্দিকুর রহমান। প্রধান প্রিজাইডিং অফিসার ছিলেন মোস্তফা কামাল এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আহসান উল্লাহ (আনার) ও মো. মঞ্জুরুল হক সরকার।
প্রিজাইডিং অফিসার মোস্তফা কামাল বলেন, “এই ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। যারা প্রার্থী হয়েছেন তারা সবাই শিক্ষিত এবং সজ্জন ব্যক্তি। আজকের নির্বাচনী ফলাফল সবাই সুন্দরভাবে মেনে নেবেন বলে আশা রাখি।”
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সভাপতি পদে ৮০ ভোট পেয়ে মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল হালিম সোহাগ ২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সহ-সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ কাসেম ৫৮ ভোট পেয়ে জয়লাভ করেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মো. বদরুল হায়দার ৪৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাধারণ সম্পাদক হিসেবে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজীব কুমার সাহা। তার প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম ৩০ ভোট পেয়ে হেরে যান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. নুরুল হক। সাংগঠনিক সম্পাদক পদে মো. আমানউল্লাহ আমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মো. রুহুল আমিন মাত্র ৯ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে সৌভিক দত্ত শুভ্র এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে ইন্দ্রজিৎ সাহা রিংকু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যকরী সদস্য পদে যথাক্রমে ৮৮ এবং ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম আজাদ জীবন এবং সুশান্ত কুমার গৌর।
নির্বাচনের ফলাফল বিকাল ৩টায় ঘোষণা করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী মহলে সন্তোষের আবহ বিরাজ করছে।