রাজধানীর উত্তরায় ‘লাভ লীন’ রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ২ মিনিটে আগুন যিন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর ওই ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে আমাদের কর্মীদের। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আগুন নিচের তলা ও দুই তলায় ছড়িয়ে যায। তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে। ঘটনার সময় রেস্টুরেন্টের মালিক বা ভবন মালিককে আমরা পাইনি।’
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ওই রেস্টুরেন্টে আগুন লাগে। নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করে। আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের ওপরে আটকে পড়া সাত জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয় জন একটি বিউটি পার্লারের কর্মী।