নেত্রকোনার আটপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের অংকন করা গ্রাফিতিতে জয় বাংলা স্লোগান জুড়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সকাল বেলা শিক্ষার্থীদের গ্রাফিতিতে এমন চিত্র দেখা যায়। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে শিক্ষার্থী আবির বলেন, এই গ্রাফিতিগুলো আমাদের জুলাই আন্দোলনের অংশ। রাতের আঁধারে কে বা কারা আমাদের অংকনগুলো নষ্ট করে দিয়েছে। এই কাজগুলো প্রতিহিংসা মূলক। যারা এই কাজগুলো করেছে তাদের আইনের আওতায় আনা উচিত।
নেত্রকোনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহ্বায়ক আল আকরাম খান বলেন, এই গ্রাফিতিগুলো আমাদের ছাত্র আন্দোলনের প্রতিচ্ছবি। এই কাজটিতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রশাসনের উচিত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে বিচার করা। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।