০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রনে, ফায়ার সার্ভিস কর্মী নিহত

  • অনলাইন রিপোর্ট :
  • পোষ্টের সময় : ০১:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৩৫ ভিউ :

নিহত ফায়ার ফাইটার মো. সোহানুর জামান নয়ন।

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় ৬ ঘণ্টা জ্বলার পর আগুন  নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে । বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুর জামান নয়ন (২৪)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার মো. আক্তারুজ্জামানের ছেলে। নয়ন তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

তেজঁগাওয়ে কর্মরত আরেক ফায়ার ফাইটার শফিকুল ইসলাম জানিয়েছেন, রাতে বাংলাদেশ সচিবালয়ের আগুন নিভানোর কাজে গিয়ে পানির পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় তিনি মারা গেছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ৩টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সচিবালয়ে সামনের রাস্তায় গাড়ি রাখার পর ডেলিভারি হুইজ পাইপটি কাঁধে নিয়ে সচিবালয়ের ফটকের দিকে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ওই ট্রাকের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

নিহত ফায়ার ফাইটার নয়নের মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় আগুনের খবর পাওয়া যায়। পরে দ্রুত সচিবালয়ে থাকা দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেখানে ১৮টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।

ট্যাগ :
অধিক পঠিত

আটপাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

সচিবালয়ের আগুন নিয়ন্ত্রনে, ফায়ার সার্ভিস কর্মী নিহত

পোষ্টের সময় : ০১:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় ৬ ঘণ্টা জ্বলার পর আগুন  নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে । বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুর জামান নয়ন (২৪)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার মো. আক্তারুজ্জামানের ছেলে। নয়ন তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন।

তেজঁগাওয়ে কর্মরত আরেক ফায়ার ফাইটার শফিকুল ইসলাম জানিয়েছেন, রাতে বাংলাদেশ সচিবালয়ের আগুন নিভানোর কাজে গিয়ে পানির পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় তিনি মারা গেছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ৩টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সচিবালয়ে সামনের রাস্তায় গাড়ি রাখার পর ডেলিভারি হুইজ পাইপটি কাঁধে নিয়ে সচিবালয়ের ফটকের দিকে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে ওই ট্রাকের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

নিহত ফায়ার ফাইটার নয়নের মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয়তলায় আগুনের খবর পাওয়া যায়। পরে দ্রুত সচিবালয়ে থাকা দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেখানে ১৮টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।