অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগে আধুনিকায়ন করে ময়মনসিংহ জুটমিল চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে শম্ভুগঞ্জে জুট মিলের সামনে ময়মনসিংহ জুটমিল রাষ্ট্রীয়করণ সংগ্রাম পরিষদ এই কর্মসূচি পালন করে। এর পরে একটি মিছিল জুট মিলের গেইট থেকে মিল সংলগ্ন বাজারে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন জুটমিলের সাবেক শ্রমিক নূর হোসেন, আবদুল মান্নান খান এবং এলাকাবাসীর পক্ষ থেকে শাহীন আলম, বাবলু মিয়া, মতিন মিয়া, কৃষক নেতা অজিত দাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক আরিফুল হাসান, জেনাস ভৌমিক, সহ সমন্বয়ক তানজিল মুনিম প্রমুখ।
বক্তারা বলেন, একসময় ছিল যখন পাটের সুদিন ছিল। সরকারি পাটগুলোকে বিগত সময়ে যে সরকারই এসেছে তারা বেসরকারিকরন করেছে। দূর্নীতিবাজ সিন্ডিকেট পাটকলের যন্ত্রাংশ বিক্রি করে হাজারো শ্রমিক, কৃষক করেছে বেকার। শ্রমিকদের মজুরি কমিয়ে শ্রমকে নেওয়া হয়েছে দাসত্বে। বাংলাদেশের সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনো, পাটকল রাষ্ট্রীয়করণ কর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সমন্বয়ক আরিফুল হাসান বলেন, সরকারি পাটকলটি বিগত ১৯৯৩ সাল থেকে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করছিল। বিগত আওয়ামী লীগের আমলে দলীয় লোকজন এটি পরিচালনা করে। এ পাটকলে ৬ হাজার জন শ্রমিকের কাজ করার সুযোগ থাকলেও সেখানে ৬০-৭০ জন শ্রমিক কাজ করে। অনেক শ্রমিক কর্মহীন হয়েছে এর মধ্যে। জুটমিলের ব্রয়লারসহ অনেকযন্ত্রপাতি বিক্রি হয়ে গেছে বিগত আওয়ামী সরকারের আমলে। আমাদের দাবি, রাষ্ট্রীয় উদ্যোগে আধুনিকায়ন করে দ্রুত জুটমিলটি যেনো চালু করা হয়।