উপসচিব পদে মেধার ভিত্তিতে শতভাগ পদোন্নতি এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. আশিকুর রহমান লেমন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিজ নিজ পেশাভিত্তিক মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিতে হবে, উপসচিব পদে নিয়োগ হবে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে। আন্তক্যাডার বৈষম্য নিরসন করতে হবে এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার আলাদা করার চিন্তা বাদ দেওয়ার দাবি জানান বক্তারা।