০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে এবং সরকারের উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সংস্কারের নামে অপসংস্কার বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি ও অপচেষ্টা সরকারের উপসচিব পদে কোটা মানিনা মানব না’ এই প্রতিপাদ্যে ঈশ্বরগঞ্জে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ ও বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আজাদ সুমি, মেডিকেল অফিসার ডাক্তার মোঃ জাহিদুল হক, ডাক্তার মির্জা মিনহাজুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডাক্তার মোহাম্মদ মোরশেদ আলম, জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার সালমা আক্তার , সহকারী সার্জন ডাক্তার মাহমুদুল হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনের মধ্যে জনপ্রশাসন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ যার বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করে সিভিল প্রশাসন। কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়তে বাংলাদেশ সিভিল সার্ভিসের আমূল পরিবর্তন দরকার। সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশন বৈষম্যমূলকভাবে কোটা পদ্ধতিতে উপসচিব পদে পদায়ন করায় আন্ত ক্যাডারদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এসব কারণে বক্তারা আরও বলেন, এই বৈষম্য দূর করে কোটা পদ্বতি বাতিল করে মেধার ভিত্তিতে উপ সচিব পদে পদায়ন করা হউক।

 

এছাড়াও তারা আরও অভিযোগ করেন, সিভিল সার্ভিসের কার্যকর সেবা নিশ্চিত করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে কৃত্য প্রতিটি মন্ত্রণালয়ে স্ব-স্ব ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ মেধার ভিত্তিতে কর্মকর্তারা পদায়িত হবেন। তাছাড়া সব সেক্টরে একটি সুবিধাবাদী ক্যাডারদের নিয়ন্ত্রণ থাকায় সৃষ্ট আমলাতান্ত্রিক সিন্ডিকেট, অব্যবস্থাপনা, দুর্নীতি ও বৈষম্য রাষ্ট্রের সব সেক্টরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যার ফলে দেশের মানুষ প্রকৃত জনসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই বৈষম্য দূর করে উপ-সচিব পদে সকল প্রকার কোটার অবসান চেয়ে একটি মেধা ভিত্তিক সিভিল সার্ভিস ক্যাডার পরিষদ করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

ট্যাগ :
অধিক পঠিত

আটপাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

পোষ্টের সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে এবং সরকারের উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সংস্কারের নামে অপসংস্কার বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি ও অপচেষ্টা সরকারের উপসচিব পদে কোটা মানিনা মানব না’ এই প্রতিপাদ্যে ঈশ্বরগঞ্জে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ ও বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আজাদ সুমি, মেডিকেল অফিসার ডাক্তার মোঃ জাহিদুল হক, ডাক্তার মির্জা মিনহাজুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডাক্তার মোহাম্মদ মোরশেদ আলম, জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার সালমা আক্তার , সহকারী সার্জন ডাক্তার মাহমুদুল হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনের মধ্যে জনপ্রশাসন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ যার বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করে সিভিল প্রশাসন। কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়তে বাংলাদেশ সিভিল সার্ভিসের আমূল পরিবর্তন দরকার। সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশন বৈষম্যমূলকভাবে কোটা পদ্ধতিতে উপসচিব পদে পদায়ন করায় আন্ত ক্যাডারদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এসব কারণে বক্তারা আরও বলেন, এই বৈষম্য দূর করে কোটা পদ্বতি বাতিল করে মেধার ভিত্তিতে উপ সচিব পদে পদায়ন করা হউক।

 

এছাড়াও তারা আরও অভিযোগ করেন, সিভিল সার্ভিসের কার্যকর সেবা নিশ্চিত করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে কৃত্য প্রতিটি মন্ত্রণালয়ে স্ব-স্ব ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ মেধার ভিত্তিতে কর্মকর্তারা পদায়িত হবেন। তাছাড়া সব সেক্টরে একটি সুবিধাবাদী ক্যাডারদের নিয়ন্ত্রণ থাকায় সৃষ্ট আমলাতান্ত্রিক সিন্ডিকেট, অব্যবস্থাপনা, দুর্নীতি ও বৈষম্য রাষ্ট্রের সব সেক্টরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যার ফলে দেশের মানুষ প্রকৃত জনসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই বৈষম্য দূর করে উপ-সচিব পদে সকল প্রকার কোটার অবসান চেয়ে একটি মেধা ভিত্তিক সিভিল সার্ভিস ক্যাডার পরিষদ করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।