জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় মিন্টুর ভাতিজা সৈয়দ সজলকেও আটক করা হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১ টার দিকে নগরীর মাদ্রাসা কোয়ার্টারের নিজ বাসা থেকে তাদেরকে আটক করে যৌথ বাহিনী।
সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যৌথ বাহিনী ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তার কাছে পাওয়া শটগান লাইসেন্স করা নাকি অবৈধ জানতে যাচাই-বাচাই চলছে।