ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী বাজার হাই স্কুল মাঠে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ২৭ ডিসেম্বর)সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বদিউজ্জামাল মাষ্টার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন।এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল লতিফ চৌধুরী, মজিবুর রহমান ফরাজি, মোঃ শফিকুল ইসলাম খসরু খান, মোঃ নজরুল ইসলাম খান, আলম মেম্বার,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, সাব্বির হোসেন রবিন, বিএনপির নেতা মোঃ আলাল উদ্দিন,যুবনেতা হারুন অর রশিদ প্রমুখ।
সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন বলেছেন, বিএনপিতে কোন ভাঁওতাবাজি কুচক্রী হাইব্রিড চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসীদের ঠাঁই নেই।হাইব্রিড বিএনপির নেতারা আসছে মাঠে এসে দলের বিশৃঙ্খলা সৃষ্টি করছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দলের উন্নয়নমূলক কর্মকান্ড চলবে। কোন ফ্যাসিষ্টদের জায়গা হবে না বিএনপিতে।