ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্রমিক দলের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর ঈশ্বরগঞ্জ পৌর বাজারে এ আনন্দ মিছিল করা হয়। মিছিলটি উপজেলা চত্বর থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শাখার দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হবে। তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন ঈশ্বরগঞ্জ গড়তে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তি কাজ করে যাবে।
আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, ঈশ্বরগঞ্জ উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম রয়েল, ১নং যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ফরিদ হাসান, মঞ্জরুল হক, শামসুল হুদা দুলাল, এনামুন হক, রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরগঞ্জ পৌর শাখা কমিটির আহ্বায়ক তফাজ্জল হোসেন, সদস্য সচিব হাদিস মিয়া, যুগ্ম আহ্বায়ক মোস্তফা, জামাল হোসেন, আবদুল কাদির, আবদুল হান্নান, রফিকুল ইসলাম সহ উপজেলা ও পৌরসভার শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।