ময়মনসিংহের তারাকান্দায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মো. আরিফুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ১ নম্বর তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা চৌরাস্তা সংলগ্ন পাকা সড়কের পাশে মরদেহটি পড়ে ছিল।
নিহত আরিফুর রহমান লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান বলেন, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে ওই ব্যবসায়ীকে হত্যা করে মরদেহ ফেলে গেছেন হত্যাকারীরা। কিন্তু কেন বা কীভাবে এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ওসি জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসলে বিস্তারিত জানা যাবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।