০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূ-প্রকৃতিবিদ্যা বিষয়ক সংস্থা জানিয়েছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল ৮১ কিলোমিটার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনও সম্ভাবনা দেখা যায়নি।

ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থান করা দেশটি প্রায় সময়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকির মুখে থাকে। অঞ্চলটি পৃথিবীর ভিন্ন ভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়।

ট্যাগ :
অধিক পঠিত

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

পোষ্টের সময় : ০১:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূ-প্রকৃতিবিদ্যা বিষয়ক সংস্থা জানিয়েছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল ৮১ কিলোমিটার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনও সম্ভাবনা দেখা যায়নি।

ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থান করা দেশটি প্রায় সময়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকির মুখে থাকে। অঞ্চলটি পৃথিবীর ভিন্ন ভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়।