০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজায় মার্কিন আধিপত্য বিস্তার করতে চান ট্রাম্প

(ফাইল ছবি)

 

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কয়েক দশকের মার্কিন নীতি সমূলে উৎপাটন করতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে সেখানে মার্কিন অধিকার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র। আমরা এখানে কিছু কাজও করব। আমরা এর দখল নিয়ে অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র অকেজো করার দায়িত্ব গ্রহণ করব।

যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই আকস্মিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য পরিকল্পনার বিস্তারিত নিয়ে কিছু বলেননি তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেছেন, প্রয়োজন হলে আমরা অবশ্যই এটা করব। ওই ভূখণ্ডের আমরা উন্নয়ন ঘটাবো এবং লাখ লাখ চাকরি তৈরি করব। এই কাজে পুরো মধ্যপ্রাচ্যই এতে একসময় গর্ব অনুভব করবে।

গাজার অধিবাসীদের উচ্ছেদ করা হলে ওই উপত্যকায় কারা থাকবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এটি বৈশ্বিক সম্প্রদায়ের বাসভূমি হবে।

তার পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বলেছেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে চিন্তাভাবনা করছেন ট্রাম্প। তিনি প্রয়োজনে প্রথা ভাঙার সাহস রাখেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যৎ আলোচনার সীমানা নির্ধারণের জন্য ট্রাম্প অনেক ক্ষেত্রে চরম অবস্থান গ্রহণ করেন। প্রথম মেয়াদেও বিভিন্ন পররাষ্ট্রনীতি ইস্যুতে বাগাড়ম্বরপূর্ণ ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, যার বেশিরভাগই বাস্তবায়িত হয়নি।

ট্যাগ :
অধিক পঠিত

ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজায় মার্কিন আধিপত্য বিস্তার করতে চান ট্রাম্প

পোষ্টের সময় : ০২:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

 

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কয়েক দশকের মার্কিন নীতি সমূলে উৎপাটন করতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার অধিবাসীদের অন্যত্র সরিয়ে নিয়ে সেখানে মার্কিন অধিকার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকার দখল নেবে যুক্তরাষ্ট্র। আমরা এখানে কিছু কাজও করব। আমরা এর দখল নিয়ে অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র অকেজো করার দায়িত্ব গ্রহণ করব।

যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই আকস্মিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য পরিকল্পনার বিস্তারিত নিয়ে কিছু বলেননি তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেছেন, প্রয়োজন হলে আমরা অবশ্যই এটা করব। ওই ভূখণ্ডের আমরা উন্নয়ন ঘটাবো এবং লাখ লাখ চাকরি তৈরি করব। এই কাজে পুরো মধ্যপ্রাচ্যই এতে একসময় গর্ব অনুভব করবে।

গাজার অধিবাসীদের উচ্ছেদ করা হলে ওই উপত্যকায় কারা থাকবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এটি বৈশ্বিক সম্প্রদায়ের বাসভূমি হবে।

তার পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বলেছেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে চিন্তাভাবনা করছেন ট্রাম্প। তিনি প্রয়োজনে প্রথা ভাঙার সাহস রাখেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যৎ আলোচনার সীমানা নির্ধারণের জন্য ট্রাম্প অনেক ক্ষেত্রে চরম অবস্থান গ্রহণ করেন। প্রথম মেয়াদেও বিভিন্ন পররাষ্ট্রনীতি ইস্যুতে বাগাড়ম্বরপূর্ণ ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, যার বেশিরভাগই বাস্তবায়িত হয়নি।