০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্টভাষা আন্দোলনে ময়মনসিংহ শীর্ষক বীক্ষণ আসর

ময়মনসিংহে ২১৩৫ তম বীক্ষণ আসর। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১৩৫ শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় রাষ্ট্রভাষা আন্দোলনে ময়মনসিংহ।

আসরে সভাপতিত্ব করেন কবি আলম মাহবুব,প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গবেষক সোহেল মাজহার আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, গবেষক সজল কোরায়শী,ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কবি স্বাধীন চৌধুরী সাধারণ সম্পাদক ময়মনসিংহ সাহিত্য সংসদ, সঞ্চালনায় স্বর্ণা চাকলাদার এ্যানি সাবেক আহ্বায়ক বীক্ষণ। আসরে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, গবেষক চাঁন মিয়া ফকির, কবি বিনয় দেবনাথ, কবি যুগল দাস, কবি জামাল উদ্দিন, আব্দুল কাদের চৌধুরী মুন্না, কবি আহমেদ শাহাবুদ্দিন, কবি এম জামান, কবি সুপ্রিয় কুমার বণিক, বাচিকশিল্পী শেখ মাহবুব, কবি আমজাদ শ্রাবণ, কবি রফিকুল ইসলাম মানিক, কবি মৌমিতা পাল প্রমুখ।

 

ট্যাগ :
অধিক পঠিত

রাষ্টভাষা আন্দোলনে ময়মনসিংহ শীর্ষক বীক্ষণ আসর

পোষ্টের সময় : ০৪:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১৩৫ শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় রাষ্ট্রভাষা আন্দোলনে ময়মনসিংহ।

আসরে সভাপতিত্ব করেন কবি আলম মাহবুব,প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গবেষক সোহেল মাজহার আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, গবেষক সজল কোরায়শী,ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কবি স্বাধীন চৌধুরী সাধারণ সম্পাদক ময়মনসিংহ সাহিত্য সংসদ, সঞ্চালনায় স্বর্ণা চাকলাদার এ্যানি সাবেক আহ্বায়ক বীক্ষণ। আসরে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, গবেষক চাঁন মিয়া ফকির, কবি বিনয় দেবনাথ, কবি যুগল দাস, কবি জামাল উদ্দিন, আব্দুল কাদের চৌধুরী মুন্না, কবি আহমেদ শাহাবুদ্দিন, কবি এম জামান, কবি সুপ্রিয় কুমার বণিক, বাচিকশিল্পী শেখ মাহবুব, কবি আমজাদ শ্রাবণ, কবি রফিকুল ইসলাম মানিক, কবি মৌমিতা পাল প্রমুখ।