০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাকৃবিতে বঙ্গবন্ধু হলের নাম মাওলানা ভাসানী হল দিলো শিক্ষার্থীরা

বাকৃবির বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা মাওলানা ভাষানী হল রেখে সাইন বোর্ড টানিয়ে দিয়েছে। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছে মাওলানা ভাসানী হল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর একটায় হল প্রাঙ্গণে নতুন নামের ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা।

তবে এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরীফ-আর-রাফি বলেন, ‘প্রশাসনিকভাবে হলের নাম এখনো পরিবর্তন হয়নি। গত ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন শুরু হয়। ওই দিনই বাকৃবিতেও বঙ্গবন্ধু হলের নামফলকে শিক্ষার্থীরা কালি লেপে দেয় বলে জানতে পারি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের প্রদত্ত নামের বিষয়ে প্রশাসনিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হলের নাম পরিবর্তনের জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। প্রশাসনিক সিদ্ধান্তের পরই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর হবে।’

হলের শিক্ষার্থী জামিল বলেন, ‘মাটি ও মানুষের নেতা মাওলানা ভাসানী কৃষি ও কৃষকের জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা তাই এই নাম দিয়ে তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করলাম।’

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে বঙ্গবন্ধু হলের নাম মাওলানা ভাসানী হল দিলো শিক্ষার্থীরা

পোষ্টের সময় : ০৪:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছে মাওলানা ভাসানী হল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর একটায় হল প্রাঙ্গণে নতুন নামের ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা।

তবে এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরীফ-আর-রাফি বলেন, ‘প্রশাসনিকভাবে হলের নাম এখনো পরিবর্তন হয়নি। গত ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন শুরু হয়। ওই দিনই বাকৃবিতেও বঙ্গবন্ধু হলের নামফলকে শিক্ষার্থীরা কালি লেপে দেয় বলে জানতে পারি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের প্রদত্ত নামের বিষয়ে প্রশাসনিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হলের নাম পরিবর্তনের জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। প্রশাসনিক সিদ্ধান্তের পরই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর হবে।’

হলের শিক্ষার্থী জামিল বলেন, ‘মাটি ও মানুষের নেতা মাওলানা ভাসানী কৃষি ও কৃষকের জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা তাই এই নাম দিয়ে তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করলাম।’