ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের মরাগাঙ্গের কান্দা এলাকা থেকে ১২৫ বস্তা ভারতীয় জিরা, ২১ হাজার ৫৯৮পিস জনসন্স বেবি সোপসহ বিপুল পরিমান ভারতীয় পন্য জব্দ করেছে র্যাব। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-১৪’র একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ পন্য উদ্ধার করে।
সোমবার র্যাব-১৪’র মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, জেলার সিমান্তবর্তী হালুঘাট উপজেলার মরাগাঙ্গেরকান্দা এলাকায় বিপুল পরিবমান ভারতীয় পন্য বিক্রির জন্য মজুদ রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র্যাব। সেখানে জনৈক হাবিবুর রহমানের (৩৫) বাড়ি থেকে ১২৫ বস্তায় ৩ হাজার ৭২০ কেজি অবৈধ ভারতীয় জিরা যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৪ হাজার টাকা, প্রতিটি ৫০ গ্রাম ওজনের ২১হাজার ৫৯৮ পিস জনসন্স বেবি সোপ যার আনুমানিক মূল্য ১৫ লাখ ১১ হাজার ৮৬০ টাকা, ৪০ বস্তা ভারতীয় কাপড় (থ্রি-পিস ও শাড়ী) যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
এসময় বাড়ির মালিক মোঃ হাবিবুর রহমান (৩৫)সহ অজ্ঞাত ২/৩ জন র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। র্যাব জানিয়েছে সিমান্তে এই চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় জিরা, ভারতীয় শাড়ী ও কসমেটিকস শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রি করে আসছিল বলে তারা জানতে পেরেছে।