বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে রাজধানীর তিনটি স্পটে গিয়ে বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় তিনটি স্পট পরিদর্শন করেন তিনি। ‘আয়নাঘর’ নামে পরিচিত এই স্পটগুলো আগে ‘নির্যাতন সেল’ এবং ‘গোপন কারাগার’ হিসেবে ব্যবহৃত হতো।
রাজধানীর বিভিন্ন স্পটে গিয়ে তিনি আয়নাঘর ঘুরে ঘুরে দেখেন। এসময় উপদেষ্টা পরিষদের আরও কয়েকজন সদস্য ও গুম তদন্ত কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়।
গত ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স)। এ সময় প্রধান উপদেষ্টা তাদের জানান শিগগিরই তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন।