০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে আত্মহত্যার চেষ্টা করেছে ফোকলোর বিভাগের এক মেয়ে শিক্ষার্থী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুদ্বীপের একটি মেসে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। জানা গেছে, মেয়েটি ফোকলোর বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাঝরাতে প্রেমঘটিত বিষয় নিয়ে প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। একপর্যায়ে বিষয়টি জানতে পেরে আশেপাশে থাকা মানুষজন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে।

প্রথমে ত্রিশালের প্রাইভেট হসপিটালে নেওয়া হলে সুইসাইডাল কেসের জন্য সরকারি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে মেয়েটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে সে হাসপাতালে অনেকটা সুস্থ আছে। তবে সে ৪৮ ঘন্টা ডাক্তারের অবজারভেশনে থাকবে।”

এদিকে, প্রেমিক ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা দেখে অগ্নি-বীণা হল থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে যায়। তবে বর্তমানে তিনিও স্বাভাবিক অবস্থায় আছে বলে জানা গেছে।

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ বেতারে সঙ্গীত বিভাগ শুরু যেন এক নবদিগন্তের যাত্রা

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

পোষ্টের সময় : ১২:০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে আত্মহত্যার চেষ্টা করেছে ফোকলোর বিভাগের এক মেয়ে শিক্ষার্থী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুদ্বীপের একটি মেসে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। জানা গেছে, মেয়েটি ফোকলোর বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাঝরাতে প্রেমঘটিত বিষয় নিয়ে প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। একপর্যায়ে বিষয়টি জানতে পেরে আশেপাশে থাকা মানুষজন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে।

প্রথমে ত্রিশালের প্রাইভেট হসপিটালে নেওয়া হলে সুইসাইডাল কেসের জন্য সরকারি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে মেয়েটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে সে হাসপাতালে অনেকটা সুস্থ আছে। তবে সে ৪৮ ঘন্টা ডাক্তারের অবজারভেশনে থাকবে।”

এদিকে, প্রেমিক ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা দেখে অগ্নি-বীণা হল থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে যায়। তবে বর্তমানে তিনিও স্বাভাবিক অবস্থায় আছে বলে জানা গেছে।