দেশে বর্তমান ঘটমান ঘটনার শীর্ষে ধর্ষণ ও নারী নির্যাতন থাকায় নিরবতা ভঙ্গের তাগিদে উইমেন পিস ক্যাফের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগে আয়োজন করা হয় এই আলোচনা সভাটি।
দেশে নারী সহিংসতার ঘটনা ক্রমেই বাড়ন্ত বিধায় সভাটির প্রসঙ্গ ছিল এর কারণ, ধরণ, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। ভবনটির নবম তলার ৯০২ নাম্বার রুমে আয়োজিত এই আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার সাব-ইন্সপেক্টর কামরুন্নাহার।
কামরুন্নাহার বলেন, “ছেলেদের উচিত রাস্তা ঘাটে চলাফেরার সময় অবশ্যই নেতিবাচক মনোভাব পরিহার করে মা-বোনের মতো শ্রদ্ধার দৃষ্টিতে মেয়েদের দেখা। পাশাপাশি পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকাও তুলে ধরেন। অনেক মেয়ে স্কুল কলেজে যাওয়ার সময় উত্ত্যক্তের শিকার হয়,কিন্তু বাসায় বলে না পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে। এক্ষেত্রে মেয়েদের একটা জড়তা কাজ করে। সহিংসতা নিয়ে যদি কেউ মিথ্যে অভিযোগ করে তাহলে এরজন্যেও সাজা ও জরিমানা রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারা অনুযায়ী অভিযুক্তকে জরিমানা এবং কারাদণ্ড গ্রহণ করতে হবে।”
শিক্ষার্থীদের তরুণদীপ্ত মনের নানা প্রশ্ন বিয়ের প্ররোচনায় সহিংসতার শিকার হলে, সহিংসতাকে ভর করে মিথ্যে অভিযোগ করলে,এ আই জেনারেটর ভিডিও দিয়ে ভুক্তভোগী হওয়ার নাটক সাজালে ইত্যাদি ক্ষেত্রে দেশের আইন কেমন পদক্ষেপ নিয়ে থাকে বা শাস্তি কি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।